১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

আইডিআরএ’র চেয়ারম্যান হলেন শফিকুর

নিজস্ব প্রতিবেদক:

বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হলেন অর্থ মন্ত্র্রণালয়ের ব্যাংকিং ডিভিশনের সাবেক সচিব শফিকুর রহমান পাটোয়ারী। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থমন্ত্রণালয়। আগামী ৩ বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, শফিকুর রহমান পাটোয়ারী ১৯৮২ সালে বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারে যোগদান করেন। ২০০১ সাল পর্যন্ত শুল্ক ও আবগারী বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে তিনি সরকারের উপ-সচিব হিসাবে পদোন্নতি পেয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যোগদান করেন। পরবর্তীতে একই শাখায় যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।

২০১০ সালে তৎকালীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গঠিত হলে তিনি নতুন বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে সচিব হিসাবে ২০১২ সাল পর্যন্ত এ বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব হিসাবেও প্রায় দুই বছর দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৩ বছর সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন সাবেক এই আমলা। ২০১৫ সালের ৩১ আগস্ট তিনি অবসরে যান।

দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন সময়ে পাটোয়ারী বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির চেয়ারম্যান, কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সোনালী ব্যাংক (যুক্তরাজ্য) সহ বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া ব্যাংকিং খাত সংস্কার কার্যক্রম, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইন সংস্কার ও পুনর্গঠন এবং আইডিআরএ প্রতিষ্ঠা ও বিমা আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। তিনি প্রশাসনে একজন দক্ষ কর্মকর্তা হিসাবে পরিচিত।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ১০:৪৯ পূর্বাহ্ণ