নিজস্ব প্রতিবেদক:
চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (২২ আগস্ট) পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৯৭ হাজার ৫০৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৭০ জন সরকারি এবং ৯৪ হাজার ১৩৬ জন বেসরকারি ব্যবস্থাপনায় সেখানে পৌঁছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৫০টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৪৩টিসহ মোট ২৯৩টি হজ ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছেছেন। বর্তমানে তারা মক্কা ও মদিনায় অবস্থান করছেন। ব্যবস্থাপনাসহ এ পর্যন্ত সৌদি দূতাবাস বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ৫৪৬ জনের ই-হজ ভিসা প্রদান করেছে।
মক্কা থেকে প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ দিকে মঙ্গলবার বাংলাদেশ হজ অফিসের একটি প্রতিনিধি দল মোয়াচ্ছাছার অফিসে এক বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় বাংলাদেশের হজযাত্রীদের জামারাতে পাথর নিক্ষেপের সময়সূচি এবং কোন কোন রাস্তা ব্যবহার করতে পারবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মৌসুমি হজ অফিসার এ বি এম আমিন উল্লাহ নুরী সরকারি হজ গাইডদের নিয়ে আজ (বুধবার) মিনা ও আরাফাতের তাঁবু পরিদর্শনে যাবেন ।
উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।
দৈনিক দেশজনতা/এন এইচ