৫ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:১৮

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মোল্লা (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল রাজধরপুর গ্রামের মো. ইউনুস মোল্লার ছেলে। তিনি রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক

বিভাগের ছাত্র। নিহত রাসেলের চাচা মো. শান্ত জানান, সন্ধ্যায় রান্না ঘরে বৈদ্যুতিক বাতি লাগাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয় রাসেল। পরে তাকে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল আজম জানান, রাসেলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে ছিল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২৩, ২০১৭ ৯:৫৯ পূর্বাহ্ণ