রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সোমবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে দিনমজুর শাকের উল্যাহর বসত বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় মাদক ব্যবসায়ীরা ইলেক্ট্রনিক মেস্তুরি সাইফুল ইসলাম ও তার বোন রুবী আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করে। আহত ভাই-বোনকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দরবেশপুর ইউপি যুবলীগ নেতা ফয়েজ আহমেম্মদ জানান,উপজেলার আলীপুর গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী আরিফ হোসেন,রিয়াদ হোসেন ও আজম হোসেন দীর্ঘ দিন যাবত কচুয়া ও আলীপুর এলাকাতে প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছে। ইলেক্ট্রনিক মেস্তুরী সাইফুল ইসলাম মাদক বিক্রিতে বাধা দিলে ক্ষীপ্ত হয়ে উঠে এবং সোমবার সন্ধ্যায় দলবদ্ধ হয়ে বসতবাড়িতে হামলা চালায়। হাসপাতালে আহত সাইফুল ইসলাম হামলাকারী বসতঘরের আসবাবপত্র ভাংচুর করে,আমাকে ও আমার বোনকে পিটিয়ে আহত করে দেড় ভরি র্স্বনালংকার ও লক্ষাধিক টাকা নিয়ে যায়। এব্যাপারে আমার ভাই ফয়েজ আহমেদ বাদী হয়ে ৪জনকে আসামী দিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। রামগঞ্জ থানার ওসি মোঃ তোতা মিয়া বলেন,লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক দেশজনতা /এন আর