১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৯

ফেনীতে দেড়লাখ পিস ইয়াবা উদ্ধার

ফেনী প্রতিনিধি:  

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৭ ফেনীতে অভিযান চালিয়ে দেড়লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে । মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় আতিক উল্লাহ (৬৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী শীতাতপ নিয়ন্ত্রিত সেন্টমার্টিন পরিবহন নামক একটি বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বাস চালক ও মাদক ব্যবসায়ী মো. আতিক উল্লাহকে আটক করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) ফেনীর অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম ইয়াবা উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২২, ২০১৭ ৫:১৬ অপরাহ্ণ