১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭

প্রধান বিচারপতির সঙ্গে গওহর রিজভীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। গওহর রিজভী নমঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে ঘণ্টাখানেক আলাপ শেষে বিকাল ৪টার দিকে বের হয়ে যান। এই দীর্ঘ সময়ে তাদের মধ্যে কোন বিষয়ে আলাপ হয়েছে তা জানা যায়নি। এছাড়া গওহর রিজভীর এমন হঠাৎ আগমন সম্পর্কে সুপ্রিম কোর্ট প্রশাসনের কেউ মন্তব্য করতে রাজি হননি। এমন সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এ সাক্ষাৎ করলেন, যখন প্রধান বিচারপতি সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায়ের পর্যবেক্ষণ নিয়ে সরকার ও সরকারি দলের ব্যাপক চাপে আছেন। এমনকি প্রধান বিচারপতির পদত্যাগের দাবিও উঠেছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২২, ২০১৭ ৫:১২ অপরাহ্ণ