পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে অমাবশ্যার জোয়ারে কঁচা ও বলেশ্বর নদের পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে ১০ গ্রাম প্লাবিত হয়েছে। বেঁড়িবাধ না থাকায় গত ২ দিন ধরে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ায় খোলপটুয়া, চণ্ডিপুর, কলারন, কালাইয়া ও টগড়া, সেউতিবাড়িয়া, পাড়েরহাট, চাড়াখালী, বালিপাড়া ও চরবলেশ্বর গ্রামের নদী তীরবর্তী প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। জোয়ারে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় এ ১০ গ্রামের হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। প্লাবিত হওয়া এসব গ্রামের শত শত একর জমির বীজতলা ও উঠতি ইরি ধান পানির নিচে তলিয়ে থাকায় এসব নষ্ট হবার উপক্রম দেখা দিয়েছে। এছাড়া অসংখ্য পুকুর, ফসলের ক্ষেত ও পানের বরজ তলিয়ে রয়েছে পানিতে। এলাকায় দেখা দিয়েছে গো-খাদ্য সংকট। বিভিন্ন বসতবাড়ি, স্কুল, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিকসহ কাচা পাকা রাস্তাঘাট প্লাবিত হওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, ‘বেঁড়িবাধ না থাকায় প্রতি বর্ষা মৌসুমে ইন্দুরকানী উপজেলার নদী তীরবর্তী হাজারো পরিবারকে দুর্ভোগ পোহাতে হয়।’
পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমদ জানান, আমাবশ্যার জোতে পিরোজপুরের কচা, বলেশ্বরসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদী তীরবর্তী কিছু কিছু এলাকায় বেঁড়িবাধ না থাকায় পানি লোকালয়ে ঢুকে পড়ায় মানুষ দুর্ভোগে পড়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি