ফেনী প্রতিনিধি:
পুলিশ ফেনীর দাগনভূঞায় আলাউদ্দিন বাবুল (৩২) নামে যুবকের লাশ উদ্ধার করেছে। সোমবার রাতে উপজেলার বৈরাগিরহাট টেক সংলগ্ন একটি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বাবুল জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ বারাহীগুনি গ্রামের তফজল হোসেনের ছেলে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, ওই রাতে কে বা কারা আলাউদ্দিন বাবুলকে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশের ঘাড়ে ও কোমরে চোটের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে ওই যুবককে কিভাবে হত্যা করা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

