১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

তথ্যমন্ত্রীর অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিউয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক জানিয়েছেন সাংবাদিকরা অর্থ ও মর্যাদার বিচারে সরকারি কর্মকর্তাদের চেয়ে ৬ ধাপ পিছিয়ে আছে। তিনি জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মঙ্গলবার সকালে ‘অবিলম্বে নবম ওয়েজবোর্ড চাই : বিভ্রান্ত ছড়ানো বন্ধ করুন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। উল্লেখ সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াব নেতাদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের বেতন সরকারি কর্মচারীদের চেয়ে বেশি বলে দাবি করেন। ওইদিন তিনি সাংবাদিকদের ওয়েজবোর্ডের দাবি টোটালি রাবিশ, বোগাস বলেও মন্তব্য করেন। অর্থমন্ত্রীর এই অশোভন বক্তব্যের প্রতিবাদ ও তথ্যমন্ত্রীর অপসারণের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক বলেন, ‘সর্বশেষ স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তাদের বেতনক্রম স্পেশাল গ্রেডে ৮৬ হাজার টাকা এবং শিক্ষানবিশদের বেতন ২২ হাজার টাকা।

তিনি বলেন, অপরদিকে অষ্টম ওয়েজবোর্ড রোয়েদাদ অনুযায়ী সাংবাদিকদের বেতনক্রম স্পেশাল গ্রেডে ৩৫ হাজার ৮৭৫ টাকা, শিক্ষানবিশ ১২ হাজার ৬০০ টাকা। সরকারি কর্মকর্তাদের বেতন স্কেলের ৬নং গ্রেড থেকে সাংবাদিকদের বেতন শুরু হয়েছে। অর্থাৎ শুধু অর্থের বিচারে নয় মর্যাদার বিচারেও সাংবাদিকরা সরকারি কর্মকর্তাদের চেয়ে ৬ ধাপ পিছিয়ে।’ সাংবাদিক এই নেতা বলেন, গণমাধ্যম কর্মীদের নবম ওয়েজবোর্ড গঠন ও রোয়েদাদ ঘোষণার জন্য আমাদের অনেক দিন ধরে আন্দোলন করতে হচ্ছে। কিন্তু আমাদের দাবি অনুযায়ী নবম ওয়েজবোর্ড ঘোষণা করা হচ্ছে না। তথ্যমন্ত্রী ও তথ্য মন্ত্রণালয় ইলেকট্রনিক মাধ্যমের সাংবাদিকদের নতুন ওয়েজবোর্ড কাঠামোতে না আনার চক্রান্ত করছেন দাবি করে তিনি বলেন, যে আইন সংশোধনের মাধ্যমে ইলেকট্রনিক সাংবাদিকদের নতুন ওয়েজবোর্ড কাঠামোতে অন্তর্ভুক্ত করার কথা, সেই আইনের সংশোধনী প্রস্তাবটি তথ্য মন্ত্রণালয়ে ৪০ মাস ধরে পড়ে আছে।

এ সময় ওমর ফারুক বিএফইউজে’র পক্ষ থেকে ৭ দফা কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি হলো— আগামী ৩১ আগস্ট সারা দেশের গণমাধ্যম সম্পর্কিত সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে মতবিনিময়। ৯ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সাংবাদিকদের কেন্দ্রীয় নেতাদের সফর, সমাবেশ, মাবববন্ধন ও মিছিল। ২০ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে দিনব্যাপী অনশন। ২৪ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সাংবাদিক সংগঠনের সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন। অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় সাংবাদিক শ্রমিক কর্মচারী মহাসমাবেশ। এ সকল কর্মসূচি চলাকালে পেশাদার সাংবাদিকদের সংগঠনের সকল কর্মসূচিতে তথ্যমন্ত্রীকে বর্জন। তথ্যমন্ত্রী যে সকল অনুষ্ঠানে অতিথি থাকবেন সাংবাদিক ইউনিয়ন ও অন্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অতিথি হবেন না। এই কর্মসূচি চলাকালে অঙ্গ ইউনিয়ন ও সাংবাদিকদের সংগঠনগুলো নিজস্ব কর্মসূচি পালন করবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হয়দার চৌধুরী, সিনিয়র সাংবাদিক অমিয় ঘটক পুলক প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :আগস্ট ২২, ২০১৭ ৩:৩৮ অপরাহ্ণ