১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

সাভারে বজ্রপাতে প্রাণগেল ২ জনের

নিজস্ব প্রতিবেদক:

সাভারে বজ্রপাতে ২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে অন্তত আরও ৪জন। আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে কাতলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মো. সোহাগ ও আবুল হোসেন।

আহত ব্যক্তিরা হলেন রানা, সাইফুল, ভানু ও রনি। তাঁদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক জানান, দুজন ঘটনাস্থলেই মারা গেছে। তাদের লাশ এখন হাসপাতালে রয়েছে।

প্রকাশ :আগস্ট ২২, ২০১৭ ১১:৩৯ পূর্বাহ্ণ