১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৬

নায়করাজ রাজ্জাক আর নেই

নিজস্ব প্রতিবেদক:

বাংলা চলচ্চিত্রের কালজয়ী নায়ক রাজ রাজ্জাক মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সন্ধ্যা ৬:১৩ মিনিটে ওপারে পাড়ি জমান এ খ্যাতিমান চিত্রনায়ক। দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

আব্দুর রাজ্জাক থেকে নায়ক রাজ রাজ্জাক হয়ে উঠা বাংলা চলচ্চিত্রের অবিসংবাদিত এই তারকা ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের (বর্তমান ভারতের কলকাতায়) টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাড়ি জমান। পাকিস্তান টেলিভিশনে “ঘরোয়া” নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান। তিনি প্রায় ৩০০টি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া পরিচালনা করেছেন প্রায় ১৬টি চলচ্চিত্র।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :আগস্ট ২১, ২০১৭ ৬:৩৬ অপরাহ্ণ