নিজস্ব প্রতিবেদক:
পাসপোর্ট তৈরিতে ভেরিফিকেশনের সময় শতকরা ৫৫% নাগরিকের কাছ থেকে এসবি (স্পেশাল ব্রাঞ্চ) পুলিশ ঘুষ বা নিয়ম-বহির্ভুত অর্থ নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। সবমিলিয়ে দুর্নীতির শিকার হচ্ছে দেশের নাগরিকদের বড়ো একটি অংশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় এ তথ্য ওঠে এসেছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গবেষণার ফলাফলে টিআইবি জানায়, পুলিশ ভেরিফিকেশনের নামে ঘুষ বা নিয়ম-বহির্ভুত অর্থ হিসেবে গড়ে একজন সেবাগ্রহীতার কাছ থেকে ৭৯৭ টাকা আদায় করে থাকে।
দৈনিকদেশজনতা/ আই সি