২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:২৭

টিকিট না পাওয়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক:

ঈদে ঘরমুখো যাত্রীদের চতুর্থ দিনের মতো দেয়া হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। ৩০ আগস্টের টিকিট আজ দেয়া হচ্ছে। সকাল ৮টায় বিক্রি শুরু হওয়া এই টিকিট পেতে কমলাপুরে দীর্ঘ লাইন লেগেছে। অনেকে টিকিট পেতে গতকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন। অন্যদিন বেলা ১১টা থেকে ১২টার মধ্যেই লাইন ছোট হয়ে এলেও আজ সেই লাইন ১২টার পরও কমছে না। চাহিদার তুলনায় টিকিট সীমিত হওয়ায় দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অনেকে শঙ্কায় ভুগছেন টিকিট পাওয়া নিয়ে।

উত্তরবঙ্গের রংপুর এক্সপ্রেসের টিকিট নিতে এসেছেন আলমগীর হোসেন। তিনি লাইনের একেবারে পেছনে দাঁড়ানোয় টিকিট পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি। আলমগীর বলেন, ‘টিকিটের জন্য এলাম, কিন্তু আসতে একটু দেরি হয়ে গেছে, তাই লাইনের পেছনে পড়ে গেছি। যে অবস্থা দেখছি তাতে মনে হয় আজ টিকিট পাবো না। আজ টিকিট না পেলে আগামীকালের টিকিটের জন্য এখন থেকেই দাঁড়িয়ে যাবো। আবার টিকিট পেয়ে স্বস্তির ঝিলিক দেখাও গেছে অনেকের মুখে। আবির তালুকদার আগের দিন দুপুরে দাঁড়িয়ে আজ তিন ঘণ্টা পর টিকিট পেয়েছেন। ঢাকাটাইমসকে আবির বলেন, ‘যাক নিশ্চিত হওয়া গেল। এখন ভালোয় ভালোয় বাড়ি যেতে পারলেই হয়। ট্রেনের লাইন ঠিক থাকলে আর বাড়ি যাওয়া ঠেকাতে পারবে না কেউ।’

রেলওয়ে সূত্রে জানা যায়, কমলাপুর থেকে প্রতিদিন ৩১টি ট্রেনের ২২ হাজার ৪৯৬টি অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। স্পেশাল ট্রেনগুলো আরও ২৬শ টিকিট যোগ হবে। এর মধ্যে ২৫ শতাংশ অনলাইনে, ৫ শতাংশ ভিআইপি, ৫ শতাংশ রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ। বাকি ৬৫ শতাংশ টিকিট কাউন্টার থেকে সরাসরি যাত্রীদের কাছে বিক্রি করা হচ্ছে। এদিকে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় পৌলি নদীর ব্রিজের লাইন বিচ্ছিন্ন হওয়ায় উত্তর ও দক্ষিণের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এতে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পছেছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ট্রেন লাইন সংস্কারের কাজ দ্রুতগতিতে চলছে। আজকের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। টাঙ্গাইলে লাইনের লাইনের কারণে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একতা এক্সপ্রেস, রাজশাহী এক্সপ্রেস, সিল্কসিটি, রংপুর এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেনগুলোর যাত্রা বাতিল করা হয়েছে। জানতে চাইলে কমলাপুর স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, ‘টাঙ্গাইলের ট্রেনের লাইন সংস্কারের কাজ খুব দ্রুতগতিতে হচ্ছে। আশা করছি আজকের মধ্যেই লাইন ঠিক হবে।’

সিতাংশু বলেন, ‘ঈদের জন্য আজ চতুর্থদিনের মতো অগ্রিম টিকিট দেয়া হচ্ছে। টিকিটপ্রত্যাশীদের আজ প্রচুর চাপ, তবে সুষ্ঠভাবে টিকিট দেয়া হচ্ছে। কোনো ধরনের ব্যত্যয় হচ্ছে না। আজকে যারা টিকিট পাবে না তাদের আগামীকাল আসতে হবে। আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছি যাত্রীদের হাতে টিকিট তুলে দিতে।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২১, ২০১৭ ১২:৫৬ অপরাহ্ণ