২২শে জানুয়ারি, ২০২৫ ইং | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২২

মাধবকুণ্ড জলপ্রপাত পর্যটকদের জন্য ফের উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের বড়লেখায় দেশের অন্যতম পর্যটন কেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত সীমিতপরিসরে পর্যটকদের জন্য ফের উন্মুক্ত করা হয়েছে। রোববার ২০ আগষ্ট সকাল ১০টার দিকে জলপ্রপাতে প্রবেশের প্রধান ফটক পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়।

অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে মাধবকুণ্ড ইকোপার্ক এলাকার টিলা ও রাস্তা দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় গত ২২ জুন থেকে এই এলাকা পর্যটকদের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

পরে বন বিভাগ জরুরী ভিত্তিতে মাধবকুণ্ড ইকোপার্ক এলাকা সংস্কার করে। সংস্কারের পর এলাকাটি ঝুঁকিমুক্ত হওয়ায় সিলেট বন বিভাগীয় বন কর্মকর্তা আরএসএম মুনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রবিবার থেকে সীমিত পরিসরে পর্যটকদের জন্য ইকোপার্ক খুলে দেওয়া হয়।

বনবিভাগ ও স্থানীয়রা জানিয়েছেন, পর্যটন রেস্তোরাঁ এলাকার দেবে যাওয়া অংশ সংস্কার করে সেখানে সিঁড়ি দেওয়া হয়েছে।

এছাড়া টিলা ও জলপ্রপাতে নামার রাস্তার যে অংশ দেবে গিয়েছিল সেখানে বালির বস্তা ফেলা হয়েছে। এছাড়া জলপ্রপাত এলাকায় পর্যটকদের বসার বেঞ্চ মেরামত, ইকোপার্কের ভেতরের রাস্তাসমূহ ও অন্যান্য স্থান স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় পরিষ্কার করা হয়েছে।

হোমল্যান্ড ট্যুরিজম বিডি’র ব্যবস্থাপক ও পরিচালক তোফায়েল আহমেদ পাপ্পু জানান, মাধবকুণ্ড জলপ্রপাতে প্রবেশ নিষেধ থাকার কারণে বিভিন্ন প্যাকেজ ট্যুর করতে পারেননি। আশা করা হচ্ছে এবারের ঈদে যথেষ্ট পর্যটক হবে।

এদিকে মাধবকুণ্ড জলপ্রপাত চালু হওয়ায় পর্যটন হোটেল-রিসোর্ট সংশ্লিষ্টরা উৎসাহি হয়ে উঠেছেন। পর্যটন শহর শ্রীমঙ্গল এর শ্রীমঙ্গল ইন হোটেল এন্ড রেস্টুরেন্টের চেয়ারম্যান মো. ছায়েদ আলী বলেন, অনেক পর্যটকরা মাধবকুণ্ডে যাবার জন্য প্রস্তুতি নিয়ে আসেন। কিন্তু প্রবেশ নিষেধ থাকার কারণে অনেকেই ফিরে যান। মাধবকুণ্ড জলপ্রপাত চালু হওয়ায় আবারো পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। আশা করা হচ্ছে এবারের ঈদে পর্যটন খাতে ব্যবসা ভালো হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :আগস্ট ২১, ২০১৭ ১২:৪২ অপরাহ্ণ