১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৪

পুলিশ-ডাকাত গোলাগুলির ঘটনায় আহত ৪

গাইবান্ধা প্রতিনিধি:  

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে সংঘবদ্ধ ডাকাতদলের গোলাগুলি হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছে চার ডাকাত। উপজেলার চর কাপাসিয়া এলাকায় রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, ওই এলাকায় সংঘবদ্ধ একদল ডাকাত নৌকা নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে। এতে চারজন গুলিবিদ্ধ হন। ওসি আরো জানান, গুলিবিদ্ধরা ডাকাত দলের সদস্য। তাদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২১, ২০১৭ ১০:৪৯ পূর্বাহ্ণ