অনলাইন ডেস্ক:
সকল জল্পনা কল্পনার পর অস্টেলিয়ার বিপক্ষে ১৪ সদস্যের দলে ডাক পেয়েছেন মুুমিনুল হক।
রোববার বিকালে মোসাদ্দেক হোসেন সৈকতের স্থানে দলে ঢুকেছেন মুমিনুল।চোঁখের ইনজুরিতে দল থেকে ছিটকে পড়েছেন মোসাদ্দেক। আর তাতেই কপাল খুলল মুমিনুলের। দলে ঢুকেছেন তিনি।
এর আগে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ব্যাটিং-গড় মুমিনুলের হওয়া শর্তেও দুটি টেস্টে খারাপ করার কারণে তাকে বাদ দিয়ে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৩ সালে টেস্ট অভিষেকের পর গতকালই প্রথম জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। ২৪ ঘন্টা পার না হতেই আবার দলে ডাক পেলেন মুমিনুল।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

