১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণে আলোচনা সভা

শিল্পসাহিত্য ডেস্ক:

উদীচী শিল্পী গোষ্ঠী কুষ্টিয়া জেলা সংসদের আয়োজনে, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য্য স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃৃতিক অনুষ্ঠান করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় কুষ্টিয়া শহরস্থ উদীচী শিল্পী গোষ্ঠী কুষ্টিয়া জেলা সংসদ কার্যালয়ে এ সভা ও সাংস্কৃৃতিক অনুষ্ঠান করা হয়। বক্তব্য রাখেন উদীচী জাতীয় পরিষদের সদস্য সমর রায়, কমরেড রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা সংসদের সাধারণ সম্পাদক গোপা সরকার, সহ-সাধারণ সম্পাদক জায়িদুল হক মতিন, আকাশ চক্রবর্তী, প্রচার সম্পাদক গৌতম ধর, সদস্য ওয়াকিল মুজাহিদ, সাংবাদিক সুজন কুমার কর্মকার, চিত্র শিল্পী শেখ মহিউদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম হালিম প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন এস এম শাহিন কবির। সংগীত পরিবেশন করেন শিল্পী পূজা শর্মা, এস এম মাহাফুজুর রহমান, তন্নী প্রমুখ। তবলায় সহযোগিতা করেন তন্ময় চক্রবর্তী ও আকাশ চক্রবর্তী।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২০, ২০১৭ ৪:৩৫ অপরাহ্ণ