২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৫৮

ইম্পিচ হতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মাত্র ছয়টি ভোট পড়লেই তিনি ইম্পিচ হয়ে যাবেন বলে দেশটির একটি শক্তিশালী থিংক ট্যাংক এ আভাস দিয়েছে।
মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন বর্তমানে নড়বড়ে অবস্থায় পৌঁছেছে।
ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ব্র“কিংস ইনস্টিটিউশনকে উদ্ধৃত করে বলা হয়েছে, সিনেটের আর ছয়জন সদস্য ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিলেই উচ্চকক্ষে মার্কিন প্রেসিডেন্টের অপসারণে আর কোনো বাধা থাকবে না।
মার্কিন সংবিধান অনুযায়ী সিনেটে প্রেসিডেন্টের অপসারণের প্রস্তাব তখনই তোলা যাবে, যখন নিম্নকক্ষ তথা প্রতিনিধি পরিষদ তার ইম্পিচের পক্ষে রায় দেবে। মার্কিন সংবিধানের ১৯৬৭ সালে প্রণীত এক সংশোধনীতে বলা হয়েছে, প্রেসিডেন্ট যদি তার ক্ষমতা ও দায়িত্ব পালনে অক্ষম হন, তাহলে তাকে অপসারণ করা যাবে। ইম্পিচমেন্ট প্রক্রিয়ার অধীনে, কংগ্রেসের প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটি প্রথমে শুনানি শুরু করবে। এরপর প্রতিনিধি পরিষদের সদস্যরা প্রেসিডেন্টকে ইম্পিচ করার প্রশ্নে ভোট দেবেন। সংখ্যাগরিষ্ঠ সদস্য প্রেসিডেন্টের ইম্পিচ করার পক্ষে থাকলে পরবর্তী পদক্ষেপ হিসেবে প্রস্তাবটি সিনেটে যেতে পারে।

দৈনিকদেশজনতা/এন এইচ

 

প্রকাশ :আগস্ট ২০, ২০১৭ ৩:১২ অপরাহ্ণ