১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:২৩

মৈত্রীসহ উত্তর-দক্ষিণের সব ট্রেনের যাত্রা বাতিল

নিজস্ব প্রতিবেদক:

বন্যার কারণে টাঙ্গাইলে রেললাইনের একটি ব্রিজের সংযোগ সড়কের মাটি সরে যাওয়ায় উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এটি মেরামত করতে কমপক্ষে ২৪ ঘণ্টা সময় লাগবে। এজন্য ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। রোববার সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আমজাদ হোসেন সাংবাদিকদের একথা জানিয়েছেন।

একই কারণে আগামী দু’দিন ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। আমজাদ হোসেন আরও বলেন, ‘লাইন ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। আশা করছি, দ্রুতই কাজ শেষ হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল পাঠানো হয়েছে। ট্রেন চলাচলের কোনো ব্যবস্থা না করা পর্যন্ত ওই পথে ঢাকা থেকে কোনো ট্রেন ছাড়বে না।’

এদিকে, রেল যোগাযোগ বন্ধ হওয়ায় দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস, নীলফামারী থেকে ছেড়ে আসা নীলসাগর এবং রংপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

কমলাপুরের স্টেশন ম্যানেজার সিতাংশু জানান, বঙ্গবন্ধু সেতুর ওইপাড়ে ৩টি ট্রেন আটকে আছে। ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটিও ছেড়ে যায়নি। ঢাকা এবং বিমানবন্দর স্টেশনের মধ্যে আটকে আছে আরও ৩টি ট্রেন।

এর আগে সকালে টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের মাস্টার জালাল উদ্দিন বলেন, রোববার ভোর পাঁচটায় হঠাৎ করে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলী ব্রিজ এলাকার রেলসেতুর লাইনের মাটি সরে ডেবে যায়। এরপর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২০, ২০১৭ ১:৪২ অপরাহ্ণ