২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৩৬

ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আর ৪০ জন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬টার দিকে উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ‘উৎকল এক্সপ্রেস’ নামের ট্রেনটির ১৪টি বগি উল্টে গেছে। কয়েকটি বগি উল্টে অন্য বগির ওপর উঠে যাওয়ায় ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ স্থানীয় লোকেদের নিয়ে উদ্ধারকাজ শুরু করেছে । খবর পেয়ে স্থানীয় জেলা প্রশাসন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার কারণে রেল চলাচল বিঘ্নিত হয়েছে। রেলমন্ত্রী সুরেশ প্রভু টুইট করে জানিয়েছেন, তিনি নিজে এই দুর্ঘটনার তদারকি করছেন। রেলের সিনিয়র অফিসারদের দুর্ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। উদ্ধারকারী দল, মেডিকেল টিমও পাঠানো হয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও যাত্রীদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। রেলের পক্ষ থেকে মৃতদের সাড়ে তিন লাখ রুপি আর আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ২০, ২০১৭ ১১:২৫ পূর্বাহ্ণ