নিজস্ব প্রতিবেদক:
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী মন্তব্য করেছেন সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের সমালোচনা করে প্রধান বিচারপতি এস কে সিনহাকে ‘ভূতে পেয়েছে’। তিনি জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন। যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন বিচারপতি থেকে রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবনে বসেই ভগবান থেকে ভূতে পরিণত হয়েছিলেন। একইভাবে প্রধান বিচারপতি হয়েই তিনি (বিচারপতি সিনহা) ভগবান থেকে ভূতে পরিণত হয়েছেন।’
ওমর ফারুক চৌধুরী বলেন, ‘শাহাবুদ্দিন যেভাবে খালেদা জিয়ার পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন, প্রধান বিচারপতি ঠিক একইভাবে এগিয়ে যাচ্ছেন।’ তিনি বলেন, ‘এক ব্যক্তির দ্বারা দেশ স্বাধীন হয়নি, এই কথাটির মানে কী? কী কারণে মীমাংসিত বিষয় নিয়ে বিতর্ক তোলা? স্বাধীনতাবিরোধীদের বিএনপি-জামায়াতের মিথ্যাচারের প্রচারণায় ইতিহাস বিকৃতির ধারা অব্যাহত রাখা কি সুবিবেচনার কাজ। ষোড়শ সংশোধনীর সঙ্গে এই বিষয়টির সম্পর্ক কোথায়?’ যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘প্রধান বিচারপতি বলেছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে রাঘব বোয়ালদের বিচার হয়নি। কথাটি সত্য। আমরা একমত। আমরা বিশ্বাস করি তা একদিন হবে। সেই সঙ্গে এটাও বিশ্বাস করি প্রধান বিচারপতি যে, ‘শিবের’ গীত গেয়েছেন সেটা কি পেনড্রাইভ থেকে বের হয়েছে কি না তারও চেহারা উন্মোচিত হবেই হবে।’
যুবলীগের প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলুর সঞ্চালনায় শোক দিবসের এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নাসরিন আহমাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এ এস এম মাকসুদ কামাল, যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ,
দৈনিকদেশজনতা/ আই সি