২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৫৫

পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল ব্যাহত

মাদারীপুর প্রতিনিধি:  

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে দুইদিন ধরে কাঁঠালবাড়ি ফেরিঘাটের ২টি পন্টুনের র‌্যাম তলিয়ে আছে। এর আগে শনিবার বিকেলে একটি পন্টুনের র‌্যাম র‌্যাকার দিয়ে সরিয়ে ইটবোঝাই বস্তা ফেলে মেরামত করা হয়। ফেরি চলাচল ঘাট অচল থাকায় ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় ৩ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। ফলে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী ও চালকরা দুর্ভোগে পড়েছেন।

মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ঘাট এলাকার ৪টি পন্টুনের র‌্যামের মধ্যে ২টি এখনো তলিয়ে আছে। কর্তৃপক্ষ ঘাট দুটিকে স্বাভাবিক রাখতে কাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পুরো ঘাট বিকেল নাগাদ স্বাভাবিক হবে। এছাড়া নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিগুলো প্রায়ই বিকল হয়ে যাওয়ায় পারাপারে দ্বিগুণেরও বেশি সময় লাগছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ২০, ২০১৭ ১০:২৫ পূর্বাহ্ণ