নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের ইতিহাসের সবার চেয়ে টেস্ট গড় ভালো যার সেই মুমিনুল হককে বাদ দিয়ে দেওয়া হলো। জল্পনা ছিল মাহমুদউল্লাকে নিয়েও। এই অভিজ্ঞ ব্যাটসম্যানকেও বাদ দেওয়া হলো। যদিও শ্রীলঙ্কায় দেশের শেষ টেস্টে এই দুজনের খেলা হয়নি। বাদ পড়েছেন দুই পেসার রুবেল হোসেন ও পেসার শুভাশিস রায়। দীর্ঘিদিন পরে টেস্ট দলে ফেরলেন নাসির হোসেন। আরেক পেসার শফিউল ইসলাম। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন শনিবার দুপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছেন।
প্রথম টেস্টে ১৪ সদস্যের দল: মুশফিকুর রহীম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম, নাসির হোসেন।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

