১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৫

ট্রাম্পকে নিয়ে চলচিত্র পরিচালক মুরের আশংকা

আন্তর্জাতিক ডেস্ক:

বিখ্যাত হলিউড চলচ্চিত্র নির্মাতা মাইকেল মুর আশঙ্কা প্রকাশ করেছেন পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সব নাগরিককে মেরে ফেলতে পারেন। তিনি সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান। সাক্ষাৎকারে মাইকেল মুর আরও বলেন, ট্রাম্পকে কার্যত তিনি ঘৃণা করেন। তিনি একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের শাসনব্যবস্থা নিয়েও কড়া সমালোচনা করেন। একই সঙ্গে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে সেই বিষয়টি নিয়ে বেড়ে ওঠা সমস্যা সমাধানের কথা। মাইকেল মুর আহ্বান জানান এই সমস্যা সমাধান করতে প্রতিটি মার্কিন নাগরিকদের এগিয়ে আসার।

একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, ট্রাম্পের কাছে রয়েছে নিউক্লিয়ার কোড। ট্রাম্প যার জেরে এই ধ্বংসলীলা চালাতে সক্ষম। তবে, মুর ট্রাম্পের উপরে সম্পূর্ণরূপে তিনি আস্থা হারিয়ে ফেললেও  পেন্টাগনের উপরে আশাবাদী। তিনি অনুরোধ জানিয়ে বলেছেন, পেন্টাগণ যেন ট্রাম্পের ভুল সিদ্ধান্তে সাড়া না দেয়।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৭ ১২:২৯ অপরাহ্ণ