২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:২২

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড, নামিবিয়া ও কানাডা

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের জেতা হয়নি দেশের মাটিতে গেল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপটা। সেমি ফাইনালে খেলেছিল মেহেদী হাসান মিরাজের দল। যেটি যুব বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য। নিউজিল্যান্ডে ২০১৮ বিশ্বকাপটা । আর সেখানে সাইফ হাসানের বাংলাদেশ দলের গ্রুপে আছে ইংল্যান্ড, নামিবিয়া ও কানাডা। ১৩ জানুয়ারি শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি শেষ হবে টুর্নামেন্টটি। বৃহস্পতিবার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি যুব বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে। বাংলাদেশের খেলা টুর্নামেন্টের প্রথম দিনেই আছে। নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তাদের ম্যাচ লিংকনে। ১৫ জানুয়ারি গ্রুপ পর্বের ম্যাচ একই শহরের বার্ট সাচফিল ওভালে প্রতিপক্ষ কানাডা। আর গ্রুপপর্বের শেষ ম্যাচ ১৮ জানুয়ারি তারা ইংল্যান্ডের মুখোমুখি হবে কুইন্সটাউনে। এর আগে আছে দুটি ওয়ার্ম আপ ম্যাচ। ৮ জানুয়ারি ক্রাইস্টচার্চে প্রতিপক্ষ আফগানিস্তান। আর ১০ জানুয়ারি একই শহরে খেলা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ উদ্বোধনী দিনেই স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ‘এ’ গ্রুপে তাদের সাথে আছে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়া। ১৬ দলের এই আসর নিউজিল্যান্ডের চারটি শহরের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। গ্রুপ ‘বি’তে আছে অস্ট্রেলিয়া, ভারত, জিম্বাবুয়ে ও পাপুয়া নিউ গিনি। ‘ডি’ গ্রুপের দল চারটি পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।
প্রত্যেক গ্রুপের শীর্ষ দুটি দল সুপার লিগে যাবে। শিরোপার জন্য লড়বে। বাকি আটটি দল প্লেট চ্যাম্পিয়নশিপে খেলবে। সুপার লিগের কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনালসহ ২০টি ম্যাচ সরাসরি ব্রডকাস্ট হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ৫:৫৩ অপরাহ্ণ