১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৯

লালমনিরহাটে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি:  

লালমনিরহাট সীমান্তের গ্রিধারি নদীতে নিখোঁজ বাংলাদেশি যুবক শরিফুল ইসলাম সাজুর লাশ উদ্ধার করা হয়েছে। বিজিবি বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তার লাশ উদ্ধার করে।  সাজু দুর্গাপুর ইউনিয়নের নামাটারি গ্রামের মোক্তার আলীর ছেলে। এর আগে সাজু এদিন ভোরে দুর্গাপুর সীমান্ত সংলগ্ন ৮২৫ নম্বর মূল পিলারের ১০ নম্বর সাব পিলারের গ্রিধারী নদী দিয়ে ভারত থেকে গরু আনতে গিয়ে পানির প্রবল স্রোতে নিখোঁজ হন।  লালমনিরহাট-১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম মোর্শেদ পরিবর্তন ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ৫:৩৭ অপরাহ্ণ