১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

ফিলিস্তিন বংশোদ্ভূত ‘ইসলামি আন্দোলনের’ প্রধান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরাইলি পুলিশ ফিলিস্তিন বংশোদ্ভূত ইসরাইলের একজন ধর্মীয় নেতাকে গ্রেফতার করেছে। রাদ সালাহ নামে ওই ধর্মীয় নেতা ‘ইসলামি আন্দোলন’ ইসরাইলের উত্তরাঞ্চলীয় শাখার প্রধান। তাকে মঙ্গলবার ভোরে ইসরাইলের উত্তরাঞ্চলীয় ‘উম আল-ফাহম শহরে সালাহ’র নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। ইসরাইল পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তার বিরুদ্ধে গত মাসে জেরুজালেমর পবিত্র আল আকসা মসজিদে সংঘটিত সহিংসতা উসকে দেয়ার অভিযোগ আনা হয়েছে। ইসরাইলি গণমাধ্যমকে প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে বিপুল সংখ্যক পুলিশ বাড়িটিতে হানা দিয়ে সালাহকে গ্রেফতার করে নিয়ে যায়। ইসরাইলি পুলিশের দাবি, ইসলামি আন্দোলনের ইসরাইলের উত্তরাঞ্চলীয় শাখার প্রধান সালাহ হচ্ছেন মূল উসকানিদাতা। সংগঠনটিকে দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে।  এক বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীকে সমর্থন, সন্ত্রাসবাদ ও সহিংসতায় উসকানি দেয়ার সন্দেহে সালাহকে গ্রেফতার করা হয়েছে। গত মাসের ওই সহিংসতায় তিনি আসলেই জড়িত ছিল কিনা তা এখনো স্পষ্ট নয়।

দৈনিকদেশজনতা/ আই সি 

 

 

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ৪:২১ অপরাহ্ণ