মাথায় বলের আঘাতে মারাত্মক জখম হয়ে পাকিস্তানের জোবাইর আহমেদ নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে।
বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক টুইট বার্তায় জোবাইরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। টুইটে পিসিবির পক্ষ থেকে জোবাইরের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। খবর হিন্দুস্তান টাইমস।
পিসিবির বার্তায় বলা হয়েছে, পাকিস্তানের ব্যাটম্যান জোবাইর আহমেদ মৃত্যুবরণ করেছেন। সোমবার মারদানে একটি ঘরোয়া ক্রিকেট খেলার সময় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন।
জোবাইরের মৃত্যুর পর ক্রিকেটারদের খেলার সময় হেলমেট ব্যবহার করার প্রতি বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানানো হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

