১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১১

নাইজেরিয়ায় নারী আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক:

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নারী আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার বরনো প্রদেশের মাইদিগুরির কাছে একটি শরণার্থী শিবিরের বাইরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় ৩ নারী আত্মঘাতী অংশ নেয় বলেও দাবি করেছে নিরাপত্তা বাহিনী। এই অঞ্চলটিতে ইসলামী জঙ্গি সংগঠন বোকো হারামের শক্ত ঘাঁটি রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত কয়েকমাস যাবত এই অঞ্চলে জঙ্গি সংগঠনটির কর্মতৎপরতা বেড়ে গেছে। অঞ্চলটিতে ইসলামী শাসন প্রতিষ্ঠার নাম করে ২০০৯ সাল থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বোকো হারাম।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পরিচালিত জঙ্গি বিরোধী একটি গবেষণায় দেখা গেছে, এযাবৎকালে আত্মঘাতী বোমা হামলায় পুরুষের তুলনায় নারীদের সবচেয়ে বেশি ব্যবহার করেছে আফ্রিকার এই সন্ত্রাসী দলটি।

দেশ থেকে বোকো হারামকে নির্মূল করা সম্ভব হয়েছে বলে গত বছর নাইজেরিয়ার সরকার জানিয়েছিল। কিন্তু কার্যত দেখা যাচ্ছে নিরাপত্তা বাহিনী এদের দমন করতে ব্যর্থ হচ্ছে। আর বরনো প্রদেশে সন্ত্রাসীদের তাণ্ডবের কারণে স্থানীয়রা এলাকা ছেড়ে শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিচ্ছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ৩:১১ অপরাহ্ণ