১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৯

তুরস্কে ঈদুল আজহার ছুটি ১০ দিন

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কে ঈদুল আজহার ছুটি বাড়িয়ে ১০ দিন করা হয়েছে। ১৫ আগস্ট ক্যাবিনেট মিটিং শেষে দেশটির উপ-প্রধানমন্ত্রী বেকির বোজদেগ সাংবাদিকদের এ কথা জানান। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলো এজেন্সির বরাতে জানা যায়, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগানের সভাপতিত্বে চলা কেবিনেট মিটিংয়ে ছুটি বাড়িয়ে ১০ দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৬ আগস্ট থেকে শুরু করে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে।

ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার প্রসঙ্গে তুরস্কের উপ-প্রধানমন্ত্রী বলেন ‘এই ছুটিতে যেন পরিবারের সাথে সকলের ভালো সময় কাটানো হয়, দেশের পর্যটন সেক্টর চাঙ্গা হয় এবং দেশের বাণিজ্যে একটা ইতিবাচক পরিবর্তন আসে।’ বেকির বোজদেগ আরও জানান, সরকারী বিভিন্ন ভাতাগুলো আগামী ২৮ ও ২৯ আগস্টের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে।

লম্বা সরকারী ছুটি পাওয়ার ফলে পরিবারের সাথে বেশি সময় দেওয়াসহ বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি হবে বলে হোটেল বাণিজ্য ও পর্যটন সেক্টর বেশ চাঙ্গা হবে। এমনটাই আশা করছে সেসব সেক্টরের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ২:৪৩ অপরাহ্ণ