২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:১৪

পাক-ভারত সেনাদের গোলাগুলি নিয়ন্ত্রণ রেখায়

আন্তর্জাতিক ডেস্ক:

ফের সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান সেনা সদস্য গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত৷ পুঞ্চ সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করতে শুরু করে পাক রেঞ্জার্সরা৷ ১৫ অগস্ট একদিকে যখন সমগ্র ভারত স্বাধীনতা দিবস পালন করছিল, তখন সীমান্তে অশান্তি শুরু করেছিল পাকিস্তান৷ খবর কলকাতা টোয়েন্টিফোর সেভেন’র

খবরে বলা হয়, বুধবার সকাল থেকে তার আরও পুনরাবৃত্তি করেছে পাকিস্তান৷ এদিকে পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা৷ এখনও চলছে গোলাগুলি৷ তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি৷

মঙ্গলবার রাতে গুলির লড়াইয়ে স্থানীয় এক বাসিন্দা গুরুতর আহত হয়েছিলেন৷ তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ৭১তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় এমন একটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে৷ স্বাধীনতা দিবস উপলক্ষে সীমান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল৷ ফলে জঙ্গিদের ভারতে প্রবেশের রাস্তা করে দিতে সেনার লক্ষ্যভ্রষ্ট করার জন্যই পাক সেনারা এমন পন্থা অবলম্বন করেছে বলে মনে করা হচ্ছে৷

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ২:২৬ অপরাহ্ণ