আশিকুর রহমান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
পাল্টে গেছে বাঞ্ছারামপুর উপজেলা ভূমি অফিস। দুর্নীতি ও দালালমুক্ত করার জন্য ভূমি অফিসে বসানো হয়েছে সিসি ক্যামেরা, ব্যবস্থা করা হয়েছে ডিজিটাল হাজিরার। ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে দূরবর্তী বাঞ্ছারামপুর উপজেলা ভূমি অফিসটি উপজেলা পরিষদের বাইরে হওয়ার কারণে সাধারণ মানুষের অফিসটি খুঁজে বের করতে সমস্যা পোহাতে হতো।
সহজে ভূমি অফিস চেনার জন্য সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন রাস্তার গাছে ফেস্টুন, ভূমি অফিসে দেওয়াল লিখনসহ নানাবিধ জনসচেতনতামূলক শ্লোগানের ব্যবস্থা করেছেন। সেবা প্রাপ্তির জন্য সিটিসেল চার্টারে রয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর নাম, টেলিফোন নাম্বার, বামপার্শ্বে বসানো হয়েছে হেল্পডেক্স। জনসাধারণের বসার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে এবং রয়েছে টেলিভিশন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, সততা পয়েন্ট। সততা পয়েন্টের দুটি বক্স রয়েছে একটিতে কোর্ট ফি টিকেট অন্যটিতে সমমূল্যের টাকা জমা রাখা। সৌন্দর্যবর্ধনের জন্য সামনে করা হয়েছে একটি ফুল বাগান। জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রতি বুধবার গণশুনানি অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন জানান, ভূমি অফিস দুর্নীতিমুক্ত করার জন্য চেষ্টা করছি আশা করি জনগণ সুফল পাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান বলেন, ভূমি অফিস পরিবর্তন হয়েছে। উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, জনসাধারণের সেবা ও ভূমি অফিসের উন্নয়নের ব্যাপারে উপজেলা পরিষদ থেকে দুই লাখ টাকা বরাদ্দ দিয়েছি ।
দৈনিকদেশজনতা/এন এইচ