২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

বিনিয়োগকারীদের নজরে সর্বোচ্চ ডিভিডেন্ড দেওয়া কোম্পানি

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজার হচ্ছে বিনিয়োগের মাধ্যমে বাড়তি আয়ের বিকল্প উৎস। এখানে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা ক্যাপিট্যাল গেইন ও ডিভিডেন্ড গেইন করতে পারে। নিয়মিত লেনদেনের মধ্যে দিয়ে ক্যাপিট্যাল গেইনিং সম্ভব হলেও শুধু বছরান্তে মিলে ডিভিডেন্ড গেইনিংয়ের সুযোগ। তাই ডিসেম্বর ও জুন ক্লোজিং হওয়া কোম্পানিগুলোতে থাকে বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ থাকে।

সম্প্রতি জুন পুঁজিবাজারের প্রায় ১৫৫টি প্রতিষ্ঠানের ক্লোজিং হয়েছে । বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ রয়েছে এর মধ্যে ২০ কোম্পানির প্রতি। কারণ, এ কোম্পানিগুলো গতানুগতিক ডিভিডেন্ড পলিসি থেকে বের হয়ে বিগত কয়েক বছর যাবত বিনিয়োগকারীদৈর জন্য ৩০ শতাংশের বেশি ডিভিডেন্ড ঘোষণা করছে।

অনুসন্ধানে দেখা যায়, বিগত বছরে ৩০ শতাংশের বেশি ডিভিডেন্ড ঘোষণা করা কোম্পানিগুলো হলো- এসিআই, এসিআই ফরমুলেশন, একমি ল্যাবরেটরিজ, এপেক্স ট্যানারি, অ্যারামিট, কনফিডেন্স সিমেন্ট, ইবনে সিনা, যমুনা অয়েল, জেএমআই সিরিঞ্জ, খুলনা পাওয়ার কোম্পানি, মবিল যমুনা, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল টি, অলেম্পিক, পদ্মা অয়েল, রংপুর পাউন্ডারি, রেনেটা, স্কয়ার ফার্মা ও স্টাইল ক্রাফট। জানা যায়, ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরে সর্বোচ্চ ১১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে এসিআই। তৃতীয় প্রান্তিক শেষে অর্থাৎ বিগত ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে (ইপিএস) ১৬.৬২ টাকা, যা আগের বছর একই সময় ছিল ১৩.২০ টাকা। এদিকে, ৩১ মার্চ ২০১৭ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৩৪.৮৮ টাকা। রোববার কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ৫১৭.১০ টাকা। ১০৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বিদ্যুৎ ও জ্বালানী খাতের মেঘনা পেট্রোলিয়াম। তৃতীয় প্রান্তিক শেষে অর্থাৎ বিগত ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে (ইপিএস) ১৪.৩১ টাকা, যা আগের বছর একই সময় ছিল ১৩.২৮ টাকা। এদিকে, ৩১ মার্চ ২০১৭ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৮৪.৯১ টাকা। রোববার কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ১৯৯.৮০ টাকা।

পদ্মা অয়েল ও যমুনা অয়েল উভয়ই ১০০ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে। তৃতীয় প্রান্তিক শেষে পদ্মা অয়েলের শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে (ইপিএস) ১৪.২৯ টাকা, যা আগের বছর একই সময় ছিল ১১.৩০ টাকা। এদিকে, ৩১ মার্চ ২০১৭ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৯৭.২১ টাকা। রোববার কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ২৪৯.৬০ টাকা। এদিকে, তৃতীয় প্রান্তিক শেষে যমুনা অয়েলের শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে (ইপিএস) ১৫.৬৩ টাকা, যা আগের বছর একই সময় ছিল ১১.৪২ টাকা। এদিকে, ৩১ মার্চ ২০১৭ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫৮.৯০ টাকা। রোববার কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ২০৮.৯০ টাকা।

৩০ জুন ২০১৬ শেষে ৮৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল ওষুধ ও রসায়ণ খাতের রেনেটা। তৃতীয় প্রান্তিক শেষে অর্থাৎ বিগত ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে (ইপিএস)৩০.১৯ টাকা, যা আগের বছর একই সময় ছিল ২৬.১৩ টাকা। এদিকে, ৩১ মার্চ ২০১৭ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯৮.৬৩ টাকা। রোববার কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ১১৩৮.৭০ টাকা। এছাড়া ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরে এসিআই ফরমুলেশন ৩৫ শতাংশ ক্যাশ, একমি ল্যাবরেটরিজ ৩৫ শতাংশ ক্যাশ, এপেক্স ট্যানারি ৪০ শতাংশ ক্যাশ, অ্যারামিট ৭০ শতাংশ ক্যাশ, কনফিডেন্স সিমেন্ট ৩৭.৫০ শতাংশ ক্যাশ, ইবনে সিনা ৩৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টক, জেএমআই সিরিঞ্জ ৩৫ শতাংশ ক্যাশ, খুলনা পাওয়ার কোম্পানি ৭৫ শতাংশ ক্যাশ, ন্যাশনাল টি ৩০ শতাংশ ক্যাশ, অলেম্পিক ৪০ শতাংশ ক্যাশ,  রংপুর পাউন্ডারি ৩৫ শতাংশ ক্যাশ, স্কয়ার ফার্মা ৪০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ও স্টাইল ক্রাফট ৭৫ শতাংশ স্টক ডিভিডেন্ড বিনিয়োগকারীদের প্রদান করেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বছরান্তে নিয়মিত ডিভিডেন্ড প্রদানকারী কোম্পানিগুলোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যায়। তবে, যেসকল কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড প্রদান করে তাদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ থাকে চোখে পড়ার মতো। তারা বলেন, স্মার্ট ডিভিডেন্ডের প্রত্যাশায় বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর পুরাতন বছরের ডিভিডেন্ড রেকর্ড যাচাই করে। যেসকল কোম্পানি ৩০ শতাংশ বা তার অধিক ডিভিডেন্ড প্রদান করে এমন কোম্পানিগুলোর শেয়ারে তাদের বিনিয়োগও বাড়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারধারী পরিচালক নির্বাচিত হয়েছেন রকিবুর রহমান বলেন, ডিভিডেন্ড গেইনিংয়ের আশায় বিনিয়োগকারীরা উচ্চ মুনাফাধারী কোম্পানিগুলোতে বিনিয়োগ করে। অনেক বিনিয়োগকারী আছে শুধু ডিভিডেন্ড আয়ের জন্যই দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৫, ২০১৭ ৫:৫৮ অপরাহ্ণ