আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তান দেশটির ৭০তম স্বাধীনতা দিবসে ওয়াগা-আত্তারির ভারত-পাকিস্তান সীমান্তে দক্ষিণ এশিয়ায় এই মুহূর্তে সবচেয়ে দীর্ঘ পতাকা উত্তোলন করার দাবি করেছে। পাক সেনাপ্রধান ১২০ ফুট বাই ১৮০ ফুটের এই পতাকাটি উত্তোলন করেন। গত বছর ভারত ৩৬০ ফুট দীর্ঘ পতাকা উত্তোলন করেছিল। দ্য হিন্দু জানায় তার জবাবে এই দীর্ঘ পতাকা উত্তোলন করা হয়। পাকিস্তান কর্তৃপক্ষের দাবি, তাদের পতাকা বিশ্বের মধ্যে অষ্টম দীর্ঘ পতাকা। গত বছর ভারতের পতাকাটি তীব্র বাতাসে কমপক্ষে চারবার ছিঁড়ে যায়। কিন্তু এবার জানা গেছে পাকিস্তান তার দীর্ঘ পতাকা উড়ালে ভারত তাদের পতাকাটি আবার উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে। পতাকা উত্তোলন শেষে পাক সেনাপ্রধান কামার জাবেদ বাজওয়া বলেন, ‘পাকিস্তানের দিকে যারা খারাপ চোখে তাকাবে, আমরা তাদের ঘৃণ্য প্রচেষ্টা নস্যাৎ করে দেব।’ সেনাপ্রধান আরও বলেন, পাকিস্তানের পতাকা দেশটির আত্মমর্যাদার প্রতীক। তিনি পাকিস্তানি র্যাঞ্জার্সদের প্রশংসা করেন এরকম একটি দীর্ঘ পতাকার ব্যবস্থা করার জন্য। তীব্র বাতাসে পতাকা ছিঁড়ে যাওয়ার ভয় রয়ে যাচ্ছে। গতবার ভারত তার পতাকা উত্তোলনের পর সেটি অন্তত চারবার ছিঁড়ে যায়। এ কারণে এ বছরের মার্চ মাস থেকে সেটি আর উত্তোলন করা হচ্ছে না। এই ওয়াগা-আত্তারি সীমান্ত দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যেকার অদ্ভূত কায়দার স্যালুটের জন্য বিখ্যাত। বেশ বড় পাঞ্জাবি গোঁফধারী দুদেশের দুই সীমান্তরক্ষী পা বেশ উঁচুতে তুলে স্যালুট দিয়ে থাকে।
দৈনিকদেশজনতা/ আই সি