২১শে জানুয়ারি, ২০২৫ ইং | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৫৫
Soccer Football - Ligue 1 - Guingamp vs Paris St Germain - Guingamp, France - August 13, 2017 Paris Saint-Germain’s Neymar celebrates scoring their third goal REUTERS/Benoit Tessier - RTS1BNQH

বার্সেলোনা ছেড়ে যেন নতুন জীবন পেয়েছেন নেইমার

 

স্পোর্টস ডেস্ক:

তার দিকে ছিল সবার চোখ। বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার ফ্রান্সের লিগে অভিষেক কি করেন, কেমন খেলেন! তো নেইমার ঠিকই আলো ছড়িয়েছেন রোববার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে। একটি গোল করেছেন। তার দুটিতে অ্যাসিস্ট। সহজেই প্রতিপক্ষ গ্যাঁগোঁর মাঠে গিয়ে পিএসজি ৩-০ জিতেছে। আর নতুন দেশের নতুন লিগে এমন অভিষেকের পর নেইমারের কথাগুলো চমকে দিল। নেইমার বার্সেলোনা ছেড়ে যেন নতুন জীবন পেয়েছেন। ‘লোকে ভাবে বার্সেলোনা ছেড়ে দেওয়া মানে মৃত্যু কিন্তু  উল্টোটা ঘটেছে। আমি অন্য যে কোনো সময়ের চেয়ে এখন আরো বেশি প্রাণময়।’ নেইমার বলে গেছেন, ‘আমি ঠাণ্ডাই আছি। জানতাম বার্সেলোনা ছাড়া কঠিন হবে। আমি সেই একই খেলা ফুটবল খেলছি, তাতেই খুশি। কেবল দেশ, শহর আর দল বদলেছি। দলের জেতা  হলো সবচেয়ে জরুরি ব্যাপার। দল ভালো খেলেছে। এটি অসাধারণ ম্যাচ ছিল।’

নেইমার এই মাসেই ২২২ মিলিয়ন ইউরোতে স্পেনের বার্সা ছেড়ে ফ্রান্সের পিএসজিতে নাম লিখিয়েছেন। ট্রান্সফার ইতিহাসে বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন। সবাই ভেবেছিল, বার্সেলোনা ছেড়ে নতুন ক্লাবে শুরুটা নেইমারের ভালো নাও হতে পারে। কিন্তু দলবদলের শেষে বার্সার সাথে তিক্ততা বুঝি নেইমারকে আরো বেশি পিএসজিপ্রাণ করে তুলেছে শুরুতেই। তার কথাতে এর প্রকাশও আছে। পিএসজিতে লিওনেল মেসি নেই। নেই লুই সুয়ারেস। নতুন কোনো ত্রিশুল গড়ে উঠবে কি না জানা নেই। কিন্তু গ্রেট খেলোয়াড় যে এখানেও আছে। নেইমারের কণ্ঠে খুশি আছে, ‘ডি মারিয়া, ভেরাত্তি, মোত্তা, দানি আলভেস এবং এখানকার সব খেলোয়াড়ের সাথে খেলাটাও অসাধারণ।’

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৫, ২০১৭ ৫:২৪ অপরাহ্ণ