১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১২

সুন্দরবনে কোস্টগার্ড ও বনদস্যু বাহিনীর মধ্যে গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক:

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হরিণটানা খাল এলাকায় কোস্টগার্ড ও বনদস্যু বাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। মঙ্গলবার ভোর রাত থেকে শুরু হওয়া এই গোলাগুলি বেলা সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে চলছিল বলে জানা গেছে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. ফরিদুজ্জামান খান মুঠোফোনে জানান, গত কয়েকদিনে জেলে অপহরণের ঘটনায় সোমবার রাতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে কোস্টগার্ড। মঙ্গলবার ভোর রাতে সুন্দরবনের হরিণটানা এলাকায় কোস্টগার্ডের টহল দলটি অভিযান শুরু করলে বনদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। কোস্টগার্ডও পাল্টা গুলি ছোড়ে, এভাবে থেমে থেমে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি এখনও অব্যাহত রয়েছে। সকাল ১০টার দিকে বনদস্যুদের হাতে অপহৃত জেলেদের মধ্যে থেকে চারজন জেলে পালিয়ে কোস্টগার্ডের কাছে পৌঁছেছে বলে দাবি করেছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা। এসময় ঘটনাস্থল থেকে দস্যুদের ব্যবহৃত ইঞ্জিনচালিত একটি বোর্ড ও ৯ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৫, ২০১৭ ২:৫৭ অপরাহ্ণ