২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৩

ইয়েমেনে কলেরার ভয়াবহ মহামারী, আক্রান্ত ৫০ লাখ

নিজস্ব প্রতিবেদক:

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে মহামারী কলেরায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ৫০ লাখ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।  বিবিসির সংবাদে প্রকাশ। এ ছাড়া এপ্রিলের শেষের দিকে এ পানিবাহিত রোগ আরও দ্রুত ছড়িয়ে পড়লে কমপক্ষে ২ হাজার ইয়েমেনি মারা যায় বলে জানা গেছে।

ডব্লিউএইচও বলছে যে, জুলাই থেকে আক্রান্তের সংখ্যা কমে আসছে কিন্তু এরপরেও প্রতিদিন নতুন করে ৫ হাজার মানুষ এ মহামারীতে আক্রান্ত হচ্ছে। যুদ্ধের কারণে স্বাস্থ্য ও স্যানিটেশন অবস্থা ভেঙ্গে পড়ায়  এবং পানির সরবরাহের বাধা সৃষ্টি হওয়া কলেরা ছড়িয়ে পড়ে দেশটিতে। ১৪ লাখেরও বেশি ইয়েমেনি নিয়মিত পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা থেকে বঞ্চিত হয়ে পড়েছে।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মানবিক বিষয়ক সমন্বয় কমিটির মতে, নিহতদের এক-চতুর্থাংশেরও বেশি এবং সংক্রমিত ব্যক্তিদের ৪১ শতাংশই শিশু। আন্তর্জাতিক শিশু বিষয়ক সাহায্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ইয়েমেনে কলেরার মহামারি ভয়াবহ আকার ধারণ করেছে। আর এই মহামারিতে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে শিশুরা। তাদের হিসেবে ২০ লাখেরও বেশি শিশু কলেরায় মৃত্যুর মুখে রয়েছে।

ইয়েমেনে জাতিসংঘ সমর্থিত সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে দুই বছর ধরে চলমান যুদ্ধে বিশ্বে স্মরণকালের সবচেয়ে বড় মহামারী সৃষ্টি হল  দেশটিতে। যুদ্ধের ফলে সকল ধরণের চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে পড়েছে। চিকিৎসক ও নার্সের সংকটে পড়েছে হাসপাতালগুলো।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৫, ২০১৭ ১:০৩ অপরাহ্ণ