১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৩

বঙ্গবন্ধু হত্যায় অনেক রাঘব-বোয়াল জড়িত ছিল: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক:

শেখ মুজিবর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে অনেক রাঘব-বোয়াল জড়িত ছিল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তদন্ত ত্রুটির কারণে তারা পার পেয়ে যায় বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার সকালে তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের সঙ্গে অনেক রাঘব-বোয়াল জড়িত ছিল। তদন্ত ত্রুটির কারণে তারা পার পেয়ে যায়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৫, ২০১৭ ১১:৪৯ পূর্বাহ্ণ