স্পোর্টস ডেস্ক:
লড়াইটা ছিল দুজনের মধ্যে। তবে রজার ফেদেরার সিনসিনাটি ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় রাফায়েল নাদালের সামনে আর কোনো বাধা থাকল না। আগামী সোমবার বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ে আবার শীর্ষে ফিরছেন স্প্যানিশ তারকা।
রেকর্ড ১৯ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ফেদেরারই অ্যান্ডি মারেকে সরিয়ে নাদালের শীর্ষে ফেরা ঠেকানোর একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন। কিন্তু সুইস তারকা রোববার রজার্স কাপের ফাইনালে আলেকজান্ডার জেভরভের কাছে হারের ম্যাচে চোট পেয়েছেন।
সিনসিনাটি ওপেন থেকে তাই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ফেদেরার। গত সপ্তাহে এই প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেন নিতম্বের চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় থাকা ব্রিটিশ তারকা মারে।
বর্তমান ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ও ১৫ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নাদাল ২০১৪ সালের জুলাইয়ের পর আবার র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরছেন। ৩১ বছর বয়সি তারকা রজার্স কাপের শেষ ষোলোতে কানাডার ১৮ বছর বয়সি ডেনিস শাপোভালভের কাছে হেরে যান।
রজার্স কাপের ফাইনালে হেরে যাওয়া ফেদেরার সোমবার সিনসিনাটি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়ে বলেছেন, ‘নিজেকে সরিয়ে নেওয়ায় আমি দুঃখিত। সিনসিনাটিতে বিশ্বের সেরা কিছু ভক্ত আছে আমার। তাদের মিস করব বলে আমি দুঃখিত।’
আগামী ২৮ আগস্ট শুরু হতে যাওয়া বছরের শেষ গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা ইউএস ওপেনের প্রস্তুতি হিসেবে ধরা হয় সিনসিনাটি ওপেনকে। এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার তালিকায় মারে, কেই নিশিকোরি ও মারিন চিলিচের সঙ্গে যোগ দিলেন ৩৬ বছর বয়সি ফেদেরার। ২০১৬ ইউএস ওপেন চ্যাম্পিয়ন স্তানিসলাস ভাভরিঙ্কা ও ১২ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নোভাক জোকোভিভ চোটের কারণে এ বছরেই আর কোটে নামতে পারবেন না।
দৈনিকদেশজনতা/এন এইচ