নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর জেলার টঙ্গীতে গাড়িচাপায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন -নেত্রকোনার দুর্গাপুর থানার কালসাপাড়া এলাকার নূরুল হক (৪০) ও একই থানার গুজিরপুর এলাকার আলাল উদ্দিন (৪৭)। টঙ্গী থানার এসআই নাজির আহমেদ জানান, সকাল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় একটি অজ্ঞাতগাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে তাদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দৈনিকদেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

