১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৪

লালমনিরহাটে পানিবন্দি ৪ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক:

লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও পানিবন্দি হয়ে পড়েছে জেলার ৩৫টি ইউনিয়নের প্রায় ৯৫ হাজার পরিবারের অন্তত ৪ লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, তিস্তার পানি কমে দোয়ানী পয়েন্টে সোমবার সকাল ৬টায় বিপদসীমার ৩০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে জেলার ৩৫টি ইউনিয়নে প্রায় ৯৫ হাজার পরিবারের অন্তত ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। এসব মানুষের বিশুদ্ধ পানি ও খাবার সঙ্কট দেখা দিয়েছে। দেশের তৃতীয় বৃহত্তর বুড়িমারী স্থলবন্দর বন্যার কারণে বন্ধ হয়ে গেছে ।এ ছাড়া বন্ধ রয়েছে বন্যা কবলিত এলাকাগুলোর দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানসহ সব অফিস আদালত। ইতোমধ্যে হাজার হাজার বিঘা জমির আমন ধান, সবজিসহ নানা ফসল ও রাস্তা-ঘাট তলিয়ে গেছে।মহাসড়কের একাধিক ব্রিজ ও রেলপথ ঝুঁকিতে রয়েছে। এরমধ্যে অসংখ্য মানুষের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে আরো কয়েক হাজার ঘরবাড়ি। বন্যা কবলিতরা জেলার বিভিন্ন স্কুল-কলেজ মাদ্রাসা ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দোয়ানী’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ‘তিস্তা নদীর পানি অদোয়ানী পয়েন্টে সোমবার সকাল ৬টার থেকে বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) সফিউল আরিফ বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।’

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ১১:০২ পূর্বাহ্ণ