১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৫

হজযাত্রীদের ৪৮ ঘণ্টার মধ্যে হজ্বে পাঠানোর নির্দেশ : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক:

অব্যবস্থাপনার কারণে আটকে পড়া হজযাত্রীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরবে পাঠাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে হজ অব্যবস্থাপনায় জড়িদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে পৃথক দুটি রুল জারি করেছেন আদালত। রোববার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মাদ দস্তগীর ও বিচারপতি মো. আতাউর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এসব আদেশ দেন। এর আগে সকালে হজ অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করতে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। রিটে পররাষ্ট্র, ধর্ম, বিমান ও পর্যটন মন্ত্রণালয়সহ পাঁচজনকে বিবাদী করা হয়। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এ রিট দায়ের করেন। পরে তিনি পরিবর্তন ডটকমকে জানান, হজের অব্যবস্থাপনারর জন্য চারটি নির্দেশনা চেয়ে আমরা হাইকোর্টে রিট করেছি। রিটে চার সদস্যের কমিশন গঠন করে দোষীদের খুঁজে বের করতে, আটকে যাওয়া হজযাত্রীদের ভিসা জটিলতা দূর করা, আটকে পড়া হজযাত্রীদের জন্য পৃথক ফ্লাইটের ব্যবস্থা গ্রহণেরর নির্দেশনাও চাওয়া হয়েছে। আদালত এসব নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ কেন গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুলও দিয়েছেন বলেও জানান তিনি।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৩, ২০১৭ ৪:১৭ অপরাহ্ণ