১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৫

বগুড়ায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ায় কয়েক দিন ধরে টানা বৃষ্টির ফলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বাজারে বেড়েছে কাঁচা জিনিসপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এমন গুড়ি গুড়ি বা মুষলধারে বৃষ্টি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার বিকেল থেকে বগুড়ায় কখনও একটানা আবার কখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে শহরের অনেক নিচু এলাকা তলিয়ে গেছে। বৃষ্টির কারণে ঘরবন্দী হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ জরুরী প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেন না। এমন বৃষ্টির ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। এমন অবস্থায় তাদেরকে অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। এদিকে অতিবৃষ্টির কারণে কাঁচা শাকসবজিসহ অন্যান্য পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে আলু, কাঁচা মরিচ, মাছসহ অনেক সবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। শহরের ফুলবাড়ি এলাকার বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, ‘বৃষ্টির ফলে পাড়ার অধিকাংশ ড্রেনগুলো ভরে গিয়ে রাস্তায় পানিতে উঠেছে। এতে চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।’ কাটনারপাড়ার বাসিন্দা আব্দুল তারিক খান বলেন, ‘গত কয়েক দিন ধরে টানা বৃষ্টির ফলে কাঁচাবাজারে অধিকাংশ পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া মোটামুটি সব ধরনের মাছের দাম কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়েছে।’ শহরে কেনাকাটা করতে আসা সাইফুল ইসলাম বলেন, ‘বিশেষ প্রয়োজনের কেনাকাটা করার জন্যে শহরের এসেছি। বৃষ্টির কারণে শহরের সব মার্কেটে কাদা। সাতমাথা পানিতে ডুবে যাওয়ার কারণে সেখানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টির পানিতে নিজেরাই ভিজে এখন বাসায় ফিরতে হচ্ছে।’ কলোনি বাজারের শ্রমিক আজিজার রহমান জানান, গত ২ দিন ধরে বৃষ্টির কারণে কাজে যেতে পারছি না। বৃষ্টির কারণে অনেক কাজ বন্ধ রয়েছে সেকারণে আগত সব শ্রমিকরা কাজ পাচ্ছে না। ফলে এসব শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছে। কেউ কেউ অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছে। বগুড়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নুরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার বগুড়ায় ৩৪ মিলিমিটার এবং শুক্রবার সকাল পর্যন্ত ৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এমন গুড়ি গুড়ি বা মুষলধারে বৃষ্টি আগামী ২-৩ দিন হতে পারে বলে ঢাকা অফিস থেকে জানা গেছে। তাছাড়া বর্তমানে বর্ষা মৌসুম চলছে, সেকারণে বৃষ্টি এখন নিয়মিতই হতে পারে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৩, ২০১৭ ৪:০৬ অপরাহ্ণ