১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৬

কন্টেইনার উল্টে প্রাণ গেল ৩ অটোযাত্রীর

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বন্দর থানাধীন নিমতলি এলাকায় রোববার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।বন্দর থানার এসআই মোহাম্মদ হালিম জানান, রাস্তার গর্তে পড়ে ৪০ ফুট কন্টেইনারবাহী একটি লংট্রেইলার উল্টে যায়। ট্রেইলারে থাকা কন্টেইনারটি পাশে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে অটোরিকশায় থাকা চার যাত্রীর মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন অপর দুই অটোযাত্রী ও এক পথচারী। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। এসআই হালিম আরো জানান, কন্টেইনারটি তৈরি পোশাকে ভর্তি ছিল।  ঢাকা থেকে আসা কন্টেইনারটি জাহাজে তোলার জন্য বন্দরে নিয়ে যাওয়া হচ্ছিল।

ট্রেইলার উল্টে যাওয়ায় ব্যস্ততম পোর্ট কানেকটিং সড়ক ও নিমতলা মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় বলে এসআই জানান। হতাহতদের মধ্যে সাইদুল হক নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ী লক্ষীপুর জেলায়। তিনি পেশায় একজন ট্রেইলার চালক।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৩, ২০১৭ ১২:৪৭ অপরাহ্ণ