১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৯

নওগাঁয় অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি:

পুলিশ নওগাঁ সদরে পোস্ট অফিসপাড়া থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে। আজ রবিবার সকালে নওগাঁ সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে লাশটি স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ওই নারীকে শহরের স্থানীয় লোকজন ঘুরতে দেখেছেন। তাদের ধারণা, নারীর বয়স হবে ৫৬ বছর এবং তিনি মানসিকভাবে অসুস্থ। তার নাম-ঠিকানা এখনো নিশ্চিত করা যায়নি। ওসি জানান এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৩, ২০১৭ ১২:০৮ অপরাহ্ণ