১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

চুয়াডাঙ্গায় সোনার গহনা উদ্ধার কোটি টাকার , আটক ১

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলী মোল্লাবাড়ি নামক এলাকা থেকে ১ কোটি ১৬ লাশ ১০ হাজার ৩১২ টাকা মূল্যের ২১০ ভরি ৩ আনা সোনার গহনাসহ একজনকে আটক করেছে বিজিবি। আজ বেলা ১১টায় গোপন সংবাদে এসব সোনার গহনা আটক করা হয়।

সেন্টু শেখ (৩২) দামুড়হুদা উপজেলার পারকেষ্টপুর গ্রামের মজনু শেখের ছেলে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মুহাম্মদ লুৎফুল কবীর জানান, গোপন সূত্রে খবর পেয়ে মোল্লাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি ব্যাটারিচালিত ভ্যানে বিশেষভাবে রাখা ৩ জোড়া হাতের বালা, ১৪টি গলার হার এবং ৪১ জোড়া কানের দুল উদ্ধার করা হয়। বিজিবি জানায় আটক করা মালামালের মূল্য ১ কোটি ১৬ লাশ ১০ হাজার ৩১২ টাকা। আটককৃত আসামি ও মালামাল জীবননগর থানার জমা দেয়া হয়েছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১২, ২০১৭ ৭:৫২ অপরাহ্ণ