১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

বিশ্বের ২৩ তম শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক:

২০৫০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার দাঁড়াবে ৩ ট্রিলিয়ন ৬৪ বিলিয়ন বা তিন লাখ ছয় হাজার চারশ’ কোটি ডলার। এর ফলে ওই সময়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির ৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হবে ২৩তম। বিশ্বের পেশাজীবীদের সবচেয়ে বড় সংগঠন প্রাইসওয়াটারহাউসকুপারসের (পিডব্লিউসি) করা এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

‘মোটা দাগে ২০৫০ সাল নাগাদ বৈশ্বিক অর্থনীতি কিভাবে বদলে যাবে’ শীর্ষক ওই প্রতিবেদনে আগামী ৩৩ বছরে বিশ্বের কোন দেশগুলো সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে তা নিয়ে আলোকপাত করা হয়েছে।

পারচেজিং পাওয়ার প্যারিটি (পিপিপি) বা ক্রয়ক্ষমতার সক্ষমতার ভিত্তিতে সামষ্টিক অর্থনীতিবিদরা একটি নির্দিষ্ট সময়ে বিশ্বের দেশগুলোর অর্থনৈতিক উৎপাদন ক্ষমতা ও জীবন মানের বিচার করে ৩২টি শক্তিশালী অর্থনীতির দেশের তালিকা করেছেন।

অর্থনীতিবিদরা বলছেন, আমরা বর্তমানে যে পৃথিবীকে জেনে আসছি ২০৫০ সাল নাগাদ তার আগাপাশতলা আমূল বদলে যাবে। আর এ সময়ে বিশ্ব অর্থনীতির জগতটাও যে বদলে যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।

প্রতিবেদন অনুযায়ী, ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশে পরিণত হবে চীন। এরপরের স্থানে যথাক্রমে থাকবে ভারত, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া ও ব্রাজিল।

যুক্তরাষ্ট্রকে বাদ দিলে জাপান ও জার্মানির মতো শক্তিশালী অর্থনীতির দেশগুলো ২০৫০ সাল নাগাদ বৈশ্বিক তালিকায় পেছনের দিকে চলে যাবে এসব দেশ। তাদের জায়গায় চলে আসবে ভারত ও ইন্দোনেশিয়ার মতো উদীয়মান অর্থনৈতিক শক্তিগুলো।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১২, ২০১৭ ১২:২৬ অপরাহ্ণ