নিজস্ব প্রতিবেদক:
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় তলায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দু্ই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।আজ শুক্রবার বেলা দেড়টার দিকে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আগুনের এ ঘটনায় বিমানবন্দরের বহির্গমনের কার্যক্রম বন্ধ রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তল্লাশির কাজ করছেন।
বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার সাংবাদিকদের জানান, আগুনের ফলে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। এর পর পরই বহির্গমনের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বেলা ১টা ৪০ মিনিটে তারা বিমান বন্দরের ভেতরে মুল ভবনে আগুন লাগার সংবাদ পান। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্তণে আসে।তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছিলো বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সকাল সাড়ে ৮টার দিকে আগুন ধরে। তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।এ ছাড়া গত মাসে সৌদি এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও ফ্লাইট কয়েক ঘণ্টা বিলম্ব করা হয়।
দৈনিক দেশজনতা/এন আর