১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৯

নতুনরূপে ‘রাজাইদিপাস’

শিল্পসাহিত্য ডেস্ক:

বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ট্রাজেডি নাটক ‘রাজাইদিপাস’কে নতুনরূপে নতুন চিন্তাধারায় মঞ্চস্থ করলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজবিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থীরা।  সাহিত্যপ্রেমী সকল মানুষের কাছে ইদিপাস নামটি বহুলপরিচিত। সাহিত্যের বিস্ময় জাগানিয়া এই চরিত্রের পতনই এই নাটকের আবহে নিয়ে আসে দুর্বার ট্রাজেডি। নিজ জননীকে বিবাহের মতো ঘৃণ্যতম পাপেকুলষিত হয় থিবীনগরী। আর সেই পাপের রহস্য উন্মোচন করতে গিয়েই নিয়তি ও ব্যক্তিগত ত্রুটির রোষানলে বেরিয়ে আসে নির্মম সত্য! বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পরিবেশ থিয়েটারের আদলে মঞ্চস্থ হয় ‘রাজাইদিপাস’ নাটকটি। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম। আরো উপস্থিত  ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি ড. আতাউর রহমান ও প্রতিথযশা নির্দেশক ড. মীর মেহবুব আলম। টিপিএস বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য বিভাগের শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থী পারফরমারদের অভিভাবকরা। এছাড়াও বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী আনন্দের সাথে উপভোগ করেছেন নাটকটি। ৫০ মিনিটের নাটকটিতে কলাকুশলীর সংখ্যা ৮০ জনের অধিক। ফলে লাইব্রেরির প্রশস্ত ক্যানভাসে কোরাস ও নাটকটির অন্যান্য দৃশ্যগুলো ভিন্নভিন্ন মাত্রা পায়।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১১, ২০১৭ ১২:২৪ অপরাহ্ণ