১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৮

বাগেরহাটে বাবার মৃত্যু ছেলের লাঠির আঘাতে

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাটের ছেলের লাঠির আঘাতে বাবা জয়চাঁদ গাইন (৬০) এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মোল্লাহাট উপজেলার মাদারতলী গ্রামে ছেলে বিদেশ গাইনের (৩০) লাঠির আঘাতে এঘটনা ঘটে।

এঘটনায় নিহত জয়চাঁদ গাইনের বড় ছেলে আশিষ গাইন বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ঘাতক ছেলেকে আটক করছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম খায়রুল আনাম জানান, মোল্লাহাট উপজেলার মাদারতলী গ্রামের জয়চাঁদ গাইনের ছেলে বিদেশ গাইন তার নিজের মেয়ে ঊশমিকে (৮) বেদম মারপিট করছিলো। এসময় বিদেশ গাইনের বাবা জয়চাঁদ গাইন নাতিকে মারপিট করতে বাধা দেয়। বিদেশ গাইন আরো উত্তেজিত হয়ে মেয়েকে ছেড়ে দিয়ে লাঠি দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করে। এসময় জয়চাঁদ গাইন মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

ওসি আরো জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় নিহতের বড় ছেলে আশিষ গাইন বাদী হয়ে ঘাতক ছোট ভাই বিদেশ গাইনকে আসামি করে মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ছেলে বিদেশ গাইনকে আটক করছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১১, ২০১৭ ১১:১৫ পূর্বাহ্ণ